• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মেক্সিকোয় বন্দুকধারীদের হামলা,মেয়রসহ নিহত ১৯

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৬, ২০২২
মেক্সিকোয় বন্দুকধারীদের হামলা,মেয়রসহ নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর সান মিগুয়েল টোটোলাপান শহরে বন্দুকধারীদের হামলায় মেয়রসহ অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে শহরের সিটি হলে এই হামলা হয়। ধারণা করা হচ্ছে, মেয়রকে হত্যা করতেই এই হামলা চালানো হয়েছে।

হামলার পর অনলাইনে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, সিটি হলের বিভিন্ন দেয়াল বুলেটের ছিদ্রে পরিপূর্ণ।

মেয়র কনরাডো মেন্ডোজা আলমেদার মৃত্যুতে নিন্দা জানিয়েছে তার দল পিআরডি। তারা এই হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে এর বিচার দাবি করেছে। হামলার জন্য দায়ী করা হয়েছে লস টেকুইলেরোস অপরাধী চক্রকে।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, মেন্ডোজা আলমেদার বাবা, প্রাক্তন মেয়র হুয়ান মেন্ডোজা অ্যাকোস্টাকেও হত্যা করা হয়েছিল।

বুধবারের হামলায় পিআরডি’র কর্মীরা ছাড়াও একজন পুলিশ অফিসার নিহত হয়েছেন। মাটিতে পড়ে থাকা তাদের রক্তাক্ত লাশের গ্রাফিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

হামলার পর বন্দুকধারীদের খুঁজে বের করতে ওই এলাকায় সেনা ইউনিট মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।