• ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কাউন্সিল অব-কনজিউমার রাইটস’র সিলেট বিভাগীয় কমিটি গঠন

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২২
কাউন্সিল অব-কনজিউমার রাইটস’র সিলেট বিভাগীয় কমিটি গঠন

 

নিজস্ব প্রতিবেদক: কাউন্সিল অব-কনজিউমার রাইটস (ভোক্তা অধিকার সিআরবি) সিলেট বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে এক সাধারণ সভা সিলেট কাজীটুলা অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। হাকিম ফারুক আহমদ নোমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত নেতৃবৃন্দের পরামর্শক্রমে সিলেট বিভাগীয় কমিটি গঠন করা হয়।

হাকিম ফারুক আহমদ নোমানকে সভাপতি ও কে এম মোশাহিদ আলীকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দরা হলেন,
সিনিয়র সহ-সভাপতি আবদুল মুকিত বকুল, সহ-সভাপতি ডা. লোকমান আহমদ, মাস্টার জাকির হোসেন, মাওলানা মইনুল ইসলাম, মোহাম্মদ নূর আলী ও মোছাঃ জাহানারা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন আল মামুন ও সুজন মিয়া, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া মজুমদার, সহ সাংগঠনিক সম্পাদক তওহীদুল ইসলাম সায়হান, সহ সাংগঠনিক সম্পাদক ফয়জুল হক নাঈম, বাজার মনিটরিং বিষয়ক সম্পাদক আজিম মোহাম্মদ, প্রচার সম্পাদক জানে আলম চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক এএসএম ওয়াহিদ খান, শাখা সম্প্রসারণ সম্পাদক জুবায়ের আহমদ, আইন বিষয়ক সম্পাদক এড. জালাল উদ্দীন, সহ-আইন বিষয়ক সম্পাদক খালেদ হোসেন, ইভটিজিং ও সাইবার ক্রাইম বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার রিনা, সহ-ইভটিজিং ও সাইবারক্রাইম বিষয়ক সম্পাদক হুসনা বেগম, পণ্য মূল্য পর্যবেক্ষণ মনিটরিং বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন, বিদ্যুৎ ও জ্বালানী বিষয়ক সম্পাদক মোহাম্মদ তাওসির মিয়া।