নিজস্ব প্রতিবেদক::
ছাতক-গোবিন্দগঞ্জ-সিলেট সড়কের কালারুকা পয়েন্ট থেকে রামপুর পর্যন্ত রাস্তাটির বেহাল দশার কারণে এলাকার জন সাধারণ চরম ভোগান্তিতে রয়েছেন। দীর্ঘদিন ধরে জনগুরুত্বপূর্ণ এ রাস্তায় কোন সংস্কার কাজ হচ্ছে না।
উপজেলার কালারুকা পয়েন্ট থেকে রামপুর বাজার পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক। অনেক আগ থেকেই রাস্তাটির বেহাল দশা। এরমধ্যে গত বন্যায় রাস্তটির অবস্থা আরো খারাপের দিকে চলে গেছে। এ রাস্তা দিয়ে কালারুকা ইউনিয়নের লোকজন ছাড়াও কোম্পানিগঞ্জ উপজেলার পারকুলসহ বেশ কয়েকটি গ্রামের মানুজ চলাচল করেন। কোম্পানিগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের লোকজন ছাতক শহর থেকে কালারুকা বাজার হয়ে খেয়া নৌকায় সুরমা নদী পাড়ি দিয়ে তাদের গ্রামে যেতে হয়।
কিন্তু রাস্তাটি সংস্কার না হওয়ার কারণে দু’ উপজেলার ২টি ইউনিয়নের কয়েক হাজার মানুষকে যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। রাস্তার কালারুকা বাজার অংশ, ভাঙ্গা থেকে আজিদরপুরসহ কয়েকটি স্থানে বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে পিচঢালাই উঠে গেছে। মাটি সরে গিয়ে অনেক স্থানে রাস্তায় পানি জমেছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে নাজুক হয়ে পড়ে রাস্তার অবস্থা। দীর্ঘদিন ধরে এ রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে লাফিয়ে-লাফিয়ে যান চলাচল করছে। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে এমন সম্ভাবনা রয়েছে স্থানীয় লোকজনের মধ্যে। স্থানীয় ২ টি বাজারে মালামাল পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। এছাড়া এই এলাকার স্কুল, কলেজ ও মাদরাসায় পড়ুয়া শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে যাতায়াতে চরম দূর্ভোগে পোহাতে হচ্ছে।
কালারুকা এলাকার আকল মিয়া, পাপলু আহমদ ও পারকুল এলাকার নেওয়াজ আহমদ সহ লোকজন জানান, ২টি ইউনিয়নের জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কারের প্রয়োজন। তারা এ ব্যাপারে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
উপজেলা প্রকৌশলী আফসার উদ্দিন জানান, রাস্তাটি সংস্কারের জন্য একবার টেন্ডার হয়েছিল। কিন্তু টিকাদার এ রাস্তায় কাজ করে নি। বর্তমানে ও রাস্তাটি সংস্কারের পদক্ষেপ নেয়া হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত সময়ের মধ্যে রাস্তায় সংস্কার কাজ শুরু হবে।