নিজস্ব প্রতিবেদক: ২৫ আগস্ট বৃহস্পতিবার রাতে রোটারী ক্লাব অবসিলেটইম্পেরিয়ালএর এক সভা , IPP হাসান কবির চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
ডিস্ট্রিক্ট গভর্নর রুহেলা খান চৌধুরী রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল এর অফিশিয়াল ক্লাব ডিজিট,ক্লাব অ্যাসেম্বলি এবং ৯৭তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়।গভর্নর ক্লাব ভিজিটে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ফাস্ট ব্জেন্টালম্যান pp জিয়াউদ্দিন চৌধুরী,PDG বেলাল উদ্দিন,DGE মতিউর রহমান,DGN এ এইচ এম ফয়সাল আহমেদ, ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান, এরিয়া ডিরেকটর PP হানিফ মোহাম্মদ, জোনাল কো-অর্ডিনেটর PP বদরুল আলম চৌধুরী, জোনাল কো-অর্ডিনেটর PP শাহেদ হোসেন, অ্যাসিস্ট্যান্ট গভর্নর PP হুমায়ুন কবির,ক্লাব এডভাইজার PP এ এইচ আর রব্বানী, অ্যাসিস্ট্যান্ট গভর্নর PP কাওসার হোসেন শাহীন, অ্যাসিস্ট্যান্ট গভর্নর PP শামসুল আমিন রাখী,অ্যাসিস্ট্যান্ট গভর্নর PP মাসুম চৌধুরি। ক্লাব প্রেসিডেন্ট জিন্নুন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে যারা উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি তাহমিনা হাসান চৌধুরী, আইপিপি হাসান কিবর চৌধুরী,ভাইস প্রেসিডেন্ট সুমন হোসেন, জয়েন্ট সেক্রেটারি আহমদ রোকসান,ক্লাব সার্ভিস ডিরেক্টর তোফায়েল আহমেদ,ইন্টার্নেশনাল সার্ভিস ডিরেক্টর রায়হান উল জান্নাহ, সার্জেন্ট এট আর্মস মোশাররফ হোসেন জিসান এবং তারেক রহমান রুবেল। ডিস্ট্রিক্ট গভর্নর তার মূল্যবান বক্তব্যে বলেন ইমাজিন রোটারি কে এগিয়ে নিতে হলে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে। মানবতার সেবায় কাজ করাই হচ্ছে রোটারির লক্ষ। ডিস্ট্রিক্ট গভর্নরের নির্দিষ্ট কিছু প্রজেক্ট আছে যা বাস্তবায়ন করলে দেশ এবং জাতি স্বনির্ভর হবে।