সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের তাহিরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের আইডিতে স্ট্যাটাস লিখে আত্মহত্যা করেছে এক যুবক।
বৃহস্পতিবার (১৮ আগষ্ট) রাত ৮ টার দিকে ঘটনাটি ঘটে তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের পাতারি গ্রামে। আত্মহত্যায় নিহত ওই যুবকের নাম ফয়সল আহমদ সৌরভ। সে পাতারি গ্রামের আজিজুর রহমান ওরফে মকদ্দছের ছেলে।
আত্মহত্যাকারী যুবক সৌরভের ৪ মাসের এক কন্যা সন্তান রয়েছে বলে জানিয়েছেন গ্রামের লোকজন।
মৃত্যুর আগে ফয়সল আহমদ সৌরভ নিজ ফেসবুক আইডিতে লিখেন ‘আমি গলায় দড়ি দিলাম। তুই রফিকের লাগি আমারে লাশ বানাইলেরে বেঈমান। সফিকের কাছ থেকে এক লক্ষ টাকা আনছিলাম সুদে। তিন লাখ টাকা সুদ দিয়েও সে সাড়ে তিন লাখ টাকা এখনও পায়। এই সুদখোর রফিক আর সফিকের লাগি আমি আত্মহত্যা করলাম।
ভাল থাকো আমার পরিবার। মা ফাইজা আমায় ক্ষমা করো। মা, বাবা,ভাই, বোন তোমরা আমায় ক্ষমা করিও। বউ তোমাকে কিচ্ছু বলার নাই। ইতি এক কাপুরুষ ”
ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ার পরই পরিবারের লোকজন তাকে খোঁজাখোজি করেন। এরপর বাড়ির পেছনের একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখে তাকে উদ্ধার করে স্বজনরা। দ্রুত বিশ্বম্ভরপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে তাহিরপুর থানার এস আই গোলাম হক্কানি জানান, সুদের টাকা নিয়ে ভীষণ চাপে ছিল ফয়সল আহমদ সৌরভ। টাকার চাপজনিত কারণে হতাশা থেকেই এমন ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিবার থেকে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।