• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাবুলে নামাজের সময় মসজিদে বিস্ফোরণ,নিহত ২১

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১৮, ২০২২
কাবুলে নামাজের সময় মসজিদে বিস্ফোরণ,নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবার মাগরিবের নামাজের সময় এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছে। উত্তর কাবুলে ওই বিস্ফোরণে আরো অন্তত ৪০ জন আহত হয়েছে।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান রয়টার্সকে বলেন, মসজিদের ভেতরে একটি বিস্ফোরণ ঘটেছে। অনেক হতাহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা এখনো পরিষ্কার নয়।

অবশ্য, খভরে বলা হয়, অন্তত ২১ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছে। বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে আশপাশের বাড়ির জানালর কাচ পর্যন্ত ভেঙে যায়।

খবরে প্রকাশ, নিহতদের মধ্যে ওই মসজিদের ইমামও আছেন।

ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুল্যান্স পৌঁছয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

এক তালিবান কর্মকর্তা জানিয়েছেন, কাবুলের খাইরখানা এলাকায় মসজিদে নামাজ চলাকালীন এই বিস্ফোরণ হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।