• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে আর্থিক সহায়তা প্রদান

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১২, ২০২২
সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত পরিবারের পূনর্বাসনের লক্ষ্যে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি।

শুক্রবার (১২ আগস্ট) সকালে সুনামগঞ্জ পৌরসভা কার্যালয়ে সমিতির পক্ষ থেকে পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ৮০ পরিবারে নগদ ৪ হাজার করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নোমান বখত পলিন, সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আহমদ নূর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ডিপ্রস সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাফর আলী সিকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সুয়েব চৌধুরী, সহসভাপতি ঝন্টু তালুকদার, পৌর আওয়ামী লীগ সহসভাপতি সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক লিটন সরকার, জেলা শ্রমিকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।