• ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইংল্যান্ডে দুই বছর ফ্ল্যাটেই পড়েছিল ব্রিটিশ নারীর মরদেহ

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ২৩, ২০২২
ইংল্যান্ডে দুই বছর ফ্ল্যাটেই পড়েছিল ব্রিটিশ নারীর মরদেহ

বিবিএন ডেস্ক:এক ভাড়াটে দুই বছর ধরে একটি ফ্ল্যাটে মৃত অবস্থায় পড়ে থাকলেও যুক্তরাজ্যের একটি হাউজিং অ্যাসোসিয়েশন ভাড়া আদায় করেছে। শেইলা সেলোয়ান নামের নারীর মৃত্যুর কারণ জানতে পরিচালিত এক তদন্তে এই বিষয়টি উঠে এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, ৫৮ বছর বয়সী শেইলা সেলোয়ানের মরদেহ দাঁতের রেকর্ড দ্বারা শনাক্ত হয়েছে। ফেব্রুয়ারিতে পেকহ্যামে তার ফ্ল্যাটের লিভিংরুমে একটি সোফায় তার কঙ্কাল উদ্ধার করা হয়। হাউজিং সোসাইটি পিবডি এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছে।

মরদেহ পচে যাওয়ার ফলে ময়না তদন্তে সেলোয়ানের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। লন্ডনের সাউথ করোনার কোর্টকে জানানো হয়, তিনি ক্রোনের রোগ এবং অন্ত্রের প্রদাহে ভুগছিলেন।

করোনার জুলিয়ান মরিস বলেন, যে কোনও মৃত্যু দুঃখজনক। দুই বছর আগে কী ঘটেছিল তা ২০২২ সালে জানতে পারা কঠিন।

সেলোয়ানের মরদেহ দীর্ঘদিন অনাবিষ্কৃত থাকার কারণে তার মামলাটি জনগণের মনোযোগ আকর্ষণ করে। ২০১৯ সালের আগস্টে ডাক্তারের কাছে যাওয়ার সময় সর্বশেষ তাকে জীবিত দেখা গিয়েছিল।

একটি স্বতন্ত্র তদন্তও পরিচালিত হয়েছে। এতে ভাড়াটের মৃত্যুর বিষয়টি জানতে ব্যর্থতার জন্য হাউজিং সোসাইটির সমালোচনা করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সময়মতো ভাড়া প্রদানে ব্যর্থ হওয়ার পর হাউজিং সোসাইটির পিবডি ওই নারীর সামাজিক সুবিধা থেকে ভাড়া সংগ্রহের জন্য আবেদন করে। পরিদর্শনের সময় কোনও সাড়া না পাওয়ায় ২০২০ সালের জুন মাসে তারা ওই ফ্ল্যাটের গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

তদন্তে বলা হয়েছে, বাসিন্দারা বারবার হাউজিং অ্যাসোসিয়েশন ও পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে সেলোয়ানের বিষয়ে। পুলিশ দুই বার তার আবাসস্থল পরিদর্শন করে। কিন্তু এক পুলিশ কন্ট্রোলারের ভুলের কারণে তাকে জীবিত হিসেবে দেখানো হয় এবং তা পিবডিকে জানানো হয়।