লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ স্লোগানকে সামনে রেখে ‘ক’ শ্রেণির পরিবার তথা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদানে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
২০ জুলাই বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অসীম চন্দ্র বনিক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, এনডিসি মেহেদী হাসান, সহকারী কমিশনার আর্নিকা আক্তার, মোঃ তুরাব হোসেন, দিপংকর বর্মণ, মোঃ আরিফুল ইসলাম, ইফতিসাম প্রীতি, মোহন মিঞ্জি, প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে সারাদেশে ‘ক’ শ্রেণির পরিবারের জন্য আবাসন নির্মাণ করা হচ্ছে। ‘ক’ শ্রেণির পরিবারগুলোকে ০২ (দুই) শতাংশ জমি ও দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা বাড়ি প্রদান করা হচ্ছে। পাশাপাশি জমির রেজিস্ট্রেশন, নামজারী, কবুলিয়তসহ অন্যান্য দলিলাদিও সরকারি খরচে সম্পন্ন করা হচ্ছে। মুজিববর্ষের এসব ঘরে নিরাপদ পানি ও বিদ্যুৎ সরবরাহ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।
সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ‘ক’ শ্রেণির পরিবারের জন্য মুজিববর্ষের ঘর নির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। । ইতোমধ্যে ৩য় পর্যায়ের ১ম ধাপে ৪০৬ টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জুলাই সকাল ১০টায় ৩য় পর্যায়ের ২য় ধাপে নির্মিত গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। সারাদেশে ২৬,২৯৯টি ঘরের শুভ উদ্বোধন হবে। এর সাথে সঙ্গতি রেখে সুনামগঞ্জ জেলায় ৪০৬টি ঘরের উদ্বোধন করা হবে।
উপজেলা ভিত্তিক ২১ জুলাই উদ্বোধনের জন্য নির্ধারিত গৃহের সংখ্যা হচ্ছে, সুনামগঞ্জ সদর ৩৫টি,দোয়ারাবাজার ৯০ টি,বিশ্বম্ভরপুর ৬০ টি,ছাতক ৫৮টি, জগন্নাথপুর ৩০টি, জামালগঞ্জ ২৫ টি,শান্তিগঞ্জ ৩৫টি,তাহিরপুর ৪০টি,দিরাই ৩৩টি।
জেলা প্রশাসক বলেন, আশা করি এ ঘর পেয়ে উপকারভোগীরা আর্থ সামজিকভাবে লাভবান হবেন, তাদের মর্যাদা বৃদ্ধি পাবে এবং তাদের উন্নত জীবনের পথে এগিয়ে যাওয়া সহজতর হবে। আগামীতেও আরও ঘর নির্মাণ কাজ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।