• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে নতুন ৩টি সহ ৮শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তি করা হয়েছে

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ৮, ২০২২
ছাতকে নতুন ৩টি সহ ৮শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তি করা হয়েছে

 

ছাতক প্রতিনিধি:ছাতকে নতুন ৩টি সহ মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তি (মান্থলি পেমেন্ট অর্ডার) করা হয়েছে। বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের ৪৬৩ উপজেলার মধ্যে ২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির আনুষ্ঠানিক ঘোষনা দেন শিক্ষা মন্ত্রী ড. দিপু মনি। জানা যায়,বাকী ৩২টি উপজেলার কোন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির যোগ্য বিবেচনা না হওয়ায় ওইসব উপজেলার সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ১টি করে শিক্ষা প্রতিষ্ঠানকে বিশেষ বিবেচনায় এমপিও ভুক্তি করা হয়। আবেদন করেও ৮ হাজার ১৭৫টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হয়। ছাতক উপজেলায় এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছে মোগলগাঁও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, হাজী রইছ আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,বুরাইয়া স্কুল এন্ড কলেজ। নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিক পর্যায়ে এমপিও ভুক্তি করা হয় হায়দরপুর উচ্চ বিদ্যালয় ও জনতা উচ্চ বিদ্যালয়। জনতা মহা বিদ্যালয়কে স্নাতক পর্যায়ে এমপিও ভুক্তি করা হয়। এদিকে আল ইখওয়ান দাখিল মাদ্রাসা এমপিও ভুক্তি এবং পালপুর দাখিল মাদ্রাসাকে আলিম পর্যায়ে এমপিও ভুক্তি করা হয়েছে।।