• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

৩৩৩ নম্বরে কল প্রাপ্ত হয়ে দুর্গম হাওরাঞ্চলের গ্রামে ত্রাণ নিয়ে হাজির ইউএনও

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ৩, ২০২২
৩৩৩ নম্বরে কল প্রাপ্ত হয়ে দুর্গম হাওরাঞ্চলের গ্রামে ত্রাণ নিয়ে হাজির ইউএনও
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সাম্প্রতিক কালের ভয়াবহ বন্যার পর মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ত্রাণের জন্য হাহাকার সর্বত্রই লক্ষ্য করা গেছে। সরকার ও ব্যক্তিগত ভাবে প্রচুর ত্রাণ সামগ্রী বিতরণ ও হচ্ছে তারপরও মানুষের ক্ষতি পোষানো সম্ভব হচ্ছে না। অনেক জায়গাতেই বসত ঘর ভেঙ্গ
 বসবাসের অযোগ্য। তাদের পুনর্বাসন করার লক্ষ্যেও তালিকার কাজ চলছে। অনেক দুর্গম হাওরাঞ্চলের গ্রাম রয়েছে যেখানে ত্রাণ নিয়ে কেউ যায়নি যোগাযোগ এর কারণে। তেমনি দুর্গম হাওরাঞ্চলের গ্রামের মানুষ নিরুপায় হয়ে ৩৩৩ নম্বরে বিশ্বম্ভরপুর উপজেলার ইউএনও কে ফোন করে অনুরোধ করেন ত্রাণ দেয়ার।  ইউএনও সাদিউর রহিম জাদীদ ত্রাণ নিয়ে নৌকাযোগে গিয়ে পৌঁছান সেই দুর্গম হাওরাঞ্চলের গ্রাম ধরের কান্দা, চিতল হাটি,শ্রীধর পুর শ্রীধরপুর নয়া হাটি , গুচ্ছগ্রাম ও কালিপুর।  সেখানে অন্তত ৩শ পরিবার কে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দেন।  এছাড়াও
 ২ জুলাই  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্টিয়ান সুনামগঞ্জ’ পরিবারের পক্ষ হতে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে ২৫০ টি পরিবার সহ মোট ৩০০ টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সাস্টিয়ান  মোঃ সাদি উর রহিম জাদিদ ।
সাস্টিয়ান সুনামগঞ্জ-এর পক্ষে উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন  এনামুল এনাম  শামীমুল ইসলাম;  নিবারন বিশ্বাস  , তারেক আহমদ  প্রমুখ।

উল্লেখ্য ‘সাস্টিয়ান সুনামগঞ্জ’ এর আগে শুধুমাত্র শাবিপ্রবির সাবেক ও বর্তমানদের বিভিন্ন মানবিক কাজে অংশগ্রহণ করলেও এবারের বন্যার ভয়াবহতা দেখে সেই নিয়মের বাইরে এসে ত্রাণ বিতরণের মতো মানবিক কাজে অংশগ্রহণ করেছে।