• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

ছাতক পৌর সভার কাউন্সিলর লিয়াকত আলী বরখাস্ত

bilatbanglanews.com
প্রকাশিত জুন ৩০, ২০২২
ছাতক পৌর সভার কাউন্সিলর লিয়াকত আলী বরখাস্ত

 

ছাতক প্রতিনিধিঃছাতক পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর লিয়াকত আলীকে কাউন্সিলর পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।গত ১৫ জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রণালয়, পৌর শাখা- ১ এর উপ সচিব ফারুক হোসেন স্বাক্ষরিত এক আদেশে ছাতক পৌর সভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর লিয়াকত আলী, পিতা মনোহর আলী, সাং পুর্ব নোয়ারাই- কে কাউন্সিলর পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। ছাতক থানার হত্যা মামলা নং ২০ তারিখ ২৬.০৭.২০১৯ ইং এবং থানা প্রদত্ত অভিযোগ পত্র নং ২১, তারিখ ১১.০২.২০২০ ইং এর আলোকে পৌরসভা আইন ২০০৯ এর ৩১(১) ধারা অনুযায়ী মন্ত্রণালয়ের ৪৬.০০.০০০০. ০৬৩.২৭.২২-৭৬৬ স্বারকের একটি আদেশে তাকে কাউন্সিলর পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। সংশ্লিষ্ট সকল দপ্তরে আদেশ কার্যকরের জন্য অনুলিপি প্রদান করা হয়েছে।