নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জে কবি, লেখক ও গবেষক সুখেন্দু সেনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার রাত ৮টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে জলকন্যা সাহিত্য পরিষদ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
জলকন্যা সাহিত্য পরিষদের সভাপতি কবি কোহিনুর বেগমের সভাপতিত্বে ও প্রভাষক মশিউর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুসহ কবি, সাহিত্য ও সাংবাদিকরা।
যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও লেখক রনেন্দ্র তালুকদার পিংকুর সৌজন্যে এ সময় কবি সুখেন্দু সেনের হাতে সম্মাননা স্মারক ও নগদ ১০ হাজার টাকা তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
উল্লেখ্য, কবি, লেখক ও গবেষক সুখেন্দু সেন কবিতা, প্রবন্ধ, স্থানীয় ইতিহা-ঐতিহ্য নিয়ে একাধিক বই রচনা করেন। তাঁর লেখা শরণার্থী ৭১ বই মুক্তিযুদ্ধ বিষয়ে এক অনন্য দলিল হিসেবে সমাদৃত হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র, বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, সপন কুমার রায়, অরুণ চন্দ্র দে, প্রভাষক সবিতা বীর, ফজলুল হক দোলন, আশরাফ লিটন সুজাদুল হক,মাসুদ আহমেদ এসডি সুব্রত প্রমুখ