• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

সাংবাদিক ইমনের পিতৃ বিয়োগ; সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির শোক প্রকাশ

bilatbanglanews.com
প্রকাশিত জুন ১, ২০২২
সাংবাদিক ইমনের পিতৃ বিয়োগ; সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সন্মানিত সদস্য দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমনের পিতা দেওয়ান জাফরান রাজা চৌধুরী (৮০) মারা গেছেন।

বুধবার (১ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে মারা গেছেন।
দেওয়ান জাফরান রাজা চৌধুরী কিছু দিন যাবৎ নানান রোগে ভুগছিলেন। আজ হঠাৎ অসুস্থ বোধ করলে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আজ বাদ এশা মরহুমের জানাজার নামাজ লক্ষ্মণ শ্রী ঈদ গাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে হাছনরাজার মাজার সংগ্লন্ন কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি পেশায় দলিল লেখক ছিলেন। এছাড়াও তিনি জেলায় বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। তিনি এক সময় লোকদল শিল্পী গোষ্ঠীর সভাপতি দায়িত্ব পালন করেছেন। মরমী কবি হাসন রাজার উত্তর সূরী ছিলেন।

তার মৃত্যুতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু সাধারণ সম্পাদক হিমাদ্র শেখর ভদ্র সহ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।