নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জস্থ একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, মুহিবুর রহমান মানিক।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে গোবিন্দগঞ্জ-সৈদেরগাওঁ ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি পদে বর্তমান সভাপতি মখলিছুর রহমান ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক নুরুল হককে পুনরায় নির্বাচিত করে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ৩৬জনের নাম এবং তাদের পদ-পদবী ঘোষণা করা হয়৷
কমিটির অন্যান্য দ্বায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি ছমরু মিয়া তালুকদার, সুন্দর আলী বুলবুল, মাস্টার নাছির উদ্দিন, আবদুল মালিক সুন্দর, শামীম আহমদ, শাহীনুর রাজা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রইছ আলী, পরেশ চন্দ্র, সাংগঠনিক সম্পাদক আবু হানিফা সায়মন, কাওছার আহমেদ ও সাকের রহমান বাবুল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ছাতক এবং দোয়ারাবাজার উপজেলার সকল ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন চলছে৷ সম্মেলনকে ঘিরে এখানে উৎসবের আমেজ বইছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে সবক’টি ইউনিটে কমিটি গঠন করা হবে৷ ওয়ার্ডে ৫১ সদস্য ও ৬৯ সদস্য ইউনিয়ন কমিটি গঠিত হচ্ছে। এমপি মানিক বলেন, সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করতে হবে। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে। এসময় এমপি মানিক সকল প্রকার বিভেদ ভূলে আগামী জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে সকল নেতাকর্মীদের নিয়ে নবগঠিত কমিটির সবাইকে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুল ওয়াহিদ মজনু, ছাতক উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাদাত লাহিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওলাদ আলী রেজা, ইউপি চেয়ারম্যান সুন্দর আলী, এ্যাডভোকেট আশিক আলী, আফজাল হোসেন, সাবেক চেয়ারম্যান আখলাকুর রহমান ও নিজাম উদ্দিন, আবদুল করিম, আবদুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা আছদ্দর আলী, মাস্টার মাফিজ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলু, এ্যাডভোকেট ছায়াদুর রহমান, এ্যাডভোকেট মাসুম আহমদ, এইচ এম আরজ আলী, ফারুক আহমদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজাম্মুল হক রিপন প্রমুখ। সম্মেলন শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ।