ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি ::বিশ্বের নেতৃস্থানীয় নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান হোলসিম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এবং দেশের অন্যতম বিশ্বস্ত ও নির্ভরযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) নির্মাণসামগ্রী নিয়ে একসাথে গবেষণা করবে। বিশেষায়িত টেকসই ও পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী উদ্ভাবনের মাধ্যমে নির্মাণব্যয় কমানোর লক্ষ্যে এসব গবেষণা চালানো হবে। সম্প্রতি বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্সের সাথে প্রতিষ্ঠানটির কাউন্সিল ভবনে এ নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে লাফার্জহোলসিম। বুয়েটের ভিসি অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার এবং লাফার্জহোলসিম বাংলাদেশ এর প্রধান নির্বাহী রাজেশ সুরানা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। প্রথম প্রকল্প হিসেবে উভয় প্রতিষ্ঠান বাংলাদেশে অন্যান্য সিমেন্টের তুলনায় র্যাপিড আর্লি স্ট্রেংথের কার্যকারিতা নিয়ে কাজ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী বলেন, ‘বুয়েটের রয়েছে মেধা আর আমাদের রয়েছে অভিজ্ঞতা। একসাথে আমরা বাংলাদেশের জন্য উদ্ভাবনী ও টেকসই নির্মাণপণ্য উপহার দিতে পারব বলে আশাবাদী।’
বুয়েটের ভিসি সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘বুয়েট এবং লাফার্জহোলসিম এর এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের নির্মাণ খাত দারুণভাবে উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বুয়েটের প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. রাকিব আহসান, লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও মানব সম্পদ পরিচালক আসিফ ভূইয়া এবং বিক্রয় ও বিপণন পরিচালক গাজী মাহফুজুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।