• ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২২
পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:  পবিত্র ঈদ উল ফিতর ২০২২ উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীরযের সাথে উদযাপন লক্ষে ২৫ এপ্রিল সোমবার সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অসীম চন্দ্র বনিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুমন মিয়া ,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ পরিচালক মোহাম্মদ আব্দুস সাত্তার, ইসলামিক ফাউন্ডেশন উপ পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, বাংলাদেশ বিদুৎতে উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহিনূর রহমান, ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি, সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক নুরূর রব চৌধুরী, তেঘরিয়া ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির শান্তি মিয়া, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু সহ বিভিন্ন মসজিদের ইমাম গণ।
সভায় আসন্ন পবিত্র ঈদ উল ফিতর যথাযোগ্য মর্যাদার ও ভাব গাম্ভীরযের সাথে উদযাপন করার লক্ষে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন।  এবার সুনামগঞ্জ পৌরসভার ১৮  টি ঈদগাহ ময়দানে পৃথক পৃথক সময়ে ঈদের নামাজ আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদের আগের রাতে উচ্চ আওয়াজে মাইক কিংবা সাউন্ড সিস্টেমে গান বাজনা না করার জন্য সবাই কে অনুরোধ করেছেন।  অন্যথা য় আইন শৃংখলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।    সরকারের নানা কর্মকান্ড  সকলকে অবগত এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করার জন্য সকলের সহযোগিতার জন্য আহ্বান জানানোর জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।