বিবিএন ডেস্ক: ব্র্যাডফোর্ডে দিরাই এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৫শে এপ্রিল সোমবার যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে দিরাই এসোসিয়েশন ইয়র্কশায়ার এর উদ্যোগে স্থানীয় কুইনহাউস হলে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
■ সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মামুন শুয়েব এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মুন্সির আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ট্রেজারার সৈয়দ মোঃ আজগর আলী।
■ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন মুসলিম কমিউনিটি এসোসিয়েশন নর্থ রিজন এর প্রেসিডেন্ট মনজুর আহমদ, গ্রেটার সিলেট কাউন্সিল নর্থের ট্রেজারার সারওয়ার হোসেইন, শাহজাহান চৌধুরী, জয়নাল আবদীন সহ প্রমুখ।
ইফতার মাহফিলে সংগঠনের কার্যকরী কমিটির সদস্য ও অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম, শেখ ইয়াকুব আলী, শেখ ইউসুফ আলী, এস এম ফখরুল ইসলাম, ফজলু সর্দার, আমিনুর রহমান রুবেল, সানাউল হক, আরিফ হোসাইন প্রমুখ
■ দিরাই এসোসিয়েশন ইয়র্কশায়ার ২০২১ সালের নভেম্বরে তাদের কার্যক্রম শুরু হয়। নর্থ ইংল্যান্ডে বসবাসরত সুনামগঞ্জ জেলার দিরাই থানার অধিবাসী সকল জনসাধারণকে সুসংগঠিত করে এলাকার উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয় নিয়ে তাঁদের সংগঠন গঠিত হয় । ইতিমধ্যে ১৬ সদস্যবিশিষ্ট তাদের এডভাইজারি ও কার্যকরী কমিটি গঠন করা হয়েছে ।
■ নর্থ ইয়র্কশায়ার এ বসবাসরত দিরাই এলাকার সকল জনসাধারণ কে উক্ত সংগঠনে সম্পৃক্ত হয়ে দেশে ও বিদেশে মানবতার কল্যাণে, আর্তমানবতার সেবায়, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করার জন্য দায়িত্বশীলদের পক্ষ থেকে আহবান জানানো হয়।
■ সর্বশেষে ইফতার মাহফিলে আগত অতিথি মাওলানা উবায়দুল হকের দোয়া ও মোনাজাত এর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়