• ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সুনামগঞ্জ শাখার উদ্যোগে নগদ অর্থ বিতরণ

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২২
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সুনামগঞ্জ শাখার উদ্যোগে নগদ অর্থ বিতরণ

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে হত দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।  সুনামগঞ্জ শহরের প্রিয়াঙগন কমিউনিটি সেন্টারের সামনের মাঠে সম্প্রতি আকস্মিক পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ও হত দরিদ্রদের মাঝে নগদ ১ হাজার টাকা করে শতাধিক নারী পুরুষ কে প্রদান করা হয়।  এর আগে আনুষ্ঠানিক ভাবে নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্ধোধন করেন সুনামগঞ্জ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট।  সংগঠনের চেয়ারম্যান এডভোকেট হোসেন তওফিক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বজলুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কর, সাংবাদিক পীর মাহবুবুর রহমান, মাসুম হেলাল,আকরাম উদ্দিন, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল হুদা মুকুট বলেন প্রবাসীদের সাহায্য সহায়তার জন্য তাদের ধন্যবাদ জানাই।  তারা আমাদের বিভিন্ন দুর্যোগের সময় পাশে দাঁড়িয়েছেন। স্বাধীনতার সময় ও অর্থ সহ বিভিন্ন ভাবে সহযোগিতার হাত প্রসারিত করেছেন এজন্য তাদের আজীবন মনে রাখবে দেশবাসী।  গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল এর আগেও সুনামগঞ্জ জেলার বিভিন্ন জায়গাতেই বন্যা ,করোনা সহ অন্যান্য দুর্যোগের সময় সাহায্য সহায়তার হাত প্রসারিত করেছেন আগামীতেও যেন তা অব্যাহত থাকে সেই প্রত্যাশা।