লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুস সামাদ আজাদের ১৭ তম মৃত্যু বার্ষিকী উদযাপন করার লক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের উদ্যোগে ২৭ এপ্রিল বুধবার দুপুর ১২ টায় রমিজ বিপনীস্হ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে আলোচনা করেন সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম, এডভোকেট আব্দুল করিম ,তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শঙ্কর চন্দ্র দাস জুনেদ আহমদ, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কর , সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু ,এডভোকেট আজাদুল ইসলাম রতন, আব্দুল মতিন ,যুবলীগ সদস্য নুরুল ইসলাম বজলু,সবুজ কান্তি দাস, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, ছাত্রলীগ নেতা সাফায়াত জামিল, বিশ্বম্ভরপুর উপজেলা ,যুবলীগ সহ সভাপতি আনোয়ার হোসেন খোকন, যুবলীগ নেতা পাভেল আহমদ প্রমুখ।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।