• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পদোন্নতিপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাদের ফুলেল শুভেচছায়, সুনামগঞ্জ জেলা প্রশাসক

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৪, ২০২০
পদোন্নতিপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাদের ফুলেল শুভেচছায়, সুনামগঞ্জ জেলা প্রশাসক

বিবি এন নিউজ সুনামগঞ্জঃ  সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অধিনস্থ প্রশাসনিক কর্মকর্তা, অফিস সুপার, সিএ-কাম-ইউডিএ, উচ্চমান সহকারী, ফটোকপি মেশিন অপারেটর, জারীকারক ও দপ্তরী পদে পদোন্নতিপ্রাপ্ত সহকারীদের অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পদোন্নতিপ্রাপ্তদের ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জ্ঞাপন সুনামগন্জের জেলা  প্রশাসক আব্দুল আহাদ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দিন সহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ ও কর্মচারীবৃন্দ।

প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীরা হলেন বিজিত ভূষণ রায়, মো. মোশাররফ হোসেন, মো. আব্দুল হাকিম ও প্রদীপ কুমার তালুকদার।

অফিস সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীরা হলেন বিমান ভূষণ দায়, মো. জয়নাল আবেদীন, সুশীল চন্দ্র সরকার, মো. আজিজুর রহমান বাহাদুর, সঞ্জয় কুমার রায়, ফিরোজ মিয়া, অজিত চন্দ্র দে, বেগম খাদিজা বেগম ও মো. নুরুল আমীন।

সিএকামইউডিএ পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীরা হলেন নৃপেন্দ্র চন্দ্র দে, ইমাম হোসেন এবং স্বজন পাল।

উচ্চমান সহকারী পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীরা হলেন সত্যেন্দ্র লাল রায়, আতাউর রহমান এবং নিশিথ রঞ্জন ভট্টাচার্য্য।

ফটোকপি অপারেটর পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীরা হলেন বিজয় কান্তি শর্ম্মা, অসিত লাল দেব, তছকির আলী, বিজয় হরি রায়, নূর ইসলাম ও মো. আকবর আলী।

প্রসেস সার্ভার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীরা হলেন মিন্টু চন্দ্র দেব, মো. সবদর আলী, মো. নাসির উদ্দিন, মো. গোলাম কিবরিয়া, মো. জমিরুল হক জুয়েল, সুব্রত দাস, বেগম জহুরা বেগম, ইব্রাহিম মিয়া, মো. জহিরুল ইসলাম, পিনাক আচার্য্য, জহির আলী, সুভাষ রঞ্জন দাস, মনজু মিয়া, আকতার বেগম, মুজিবুর রহমান, বিপুল চন্দ্র দাস, মো. বাবুল মিয়া, কৃষাণ রায়, মো. হাবিবুর রহমান ও মো. জাহাঙ্গীর হোসেন।

দপ্তরী পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীরা হলেন মোহাম্মদ মইন উদ্দিন, হরেন্দ্র কুমার পাল, মো. তাজ উদ্দিন, আসাদ আলী, মো. রফিক আলী, মো. এখলাছুর রহমান ও যোগেন চন্দ্র দাস।