• ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা শাবান, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কে’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২০, ২০২২
সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কে’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

বিবিএন ডেস্ক: যুক্তরাজ্যে সুনামগঞ্জ জেলাবাসীর মিলন মেলার মধ্যদিয়ে ১৪ এপ্রিল ২০২২ইং ইষ্ট লন্ডনের ব্রিক লেনে একটি রেষ্টুরেনটে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে’র আয়োজনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সেক্রেটারি জেনারেল
মোং ছানাওর আলী কয়েছের প্রানবন্ত সঞ্চালনায় এবং সিনিয়র সহ সভাপতি জনাব আহবাব মিয়ার সভাপতিত্বে ধর্ম সম্পাদক মৌলনা আবু ছাদেকের পবিত্র কোরআন তেলাওতের মধ্য দিয়ে আহসান হোসেন সুমন ও আবুল মনসুর রুমেলের তত্বাবধানে সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে এবং অতিথির সম্মানে আলোচনায় সংগঠনের পক্ষ থেকে অংশগ্রহণ করেন সংগঠনের সম্মানীত সহ-সভাপতি জনাব কামরুজজামান চৌধুরী,ব্যারিষটার শাহ মিছবাউর রহমান,কোষাধক্ষ শামীম আহমদ,প্রফেসার ওমর ফারুক,নজরুল ইসলাম,জনাব ফজলুল করিম,মজির উদ্দীন ,আব্দুল মালিক কুঠি,আবদুর রব,খালেদ কামালী,জনাব ইকবাল হোসেন,জনাব রেদোয়ান খাঁন,জনাব শায়েখ মিয়া,সৈয়দ জিল্লুল হক,আবুল হাসনাত কয়েছ,শাহ জুয়েল মিয়া,সংগঠনের উপদেষ্টাদের মধ্যে বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ হাসনাত এম হোসেইন এম বি ই,টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সম্মানীত ডেপুটি মেয়র কাউন্সিলর মতিনুজজামান,বি সি এ সেক্রেটারি জেনারেল জনাব মিঠু চৌধুরী ,সাবেক চেয়ারম্যান জনাব নুরুল আমীন,প্রফেসার জনাব আবদুর রউফ,বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আলা উদ্দীন আহমদ মুক্তা ,কবি ও সাংবাদিক TV Presenter জনাব আবু সুফিয়ান চৌধুরী খোকন,বিশিষ্ট আইনজ্ঞ কাজী গৌছ মিয়া,TV Presenter মৌলানা আব্দুল ওয়াদুদ মুফতি,অতিথিবৃনদের মধ্যে কাউন্সিলর মাহফুজ ফারুক গ্রেটার সিলেট কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জনাব ইসবাহ উদ্দীন ,লতিফিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা ইলিয়াস হোসেন,মাজহারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা ডঃ সোয়েব আহমদ,সাবেক সহকারী জজ ব্যারিষটার এনামুল হক,বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ জনাব মুজিবুর রহমান,জি এস সি কেন্দ্রীয় কমিটির মেম্বারশীপ সেক্রেটারি জনাব এম এ গফুর ও প্রচার সম্পাদক জনাব সুফি সুহেল আহমদ,বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব ছানু মিয়া,সাংবাদিক জনাব সৈয়দ জহরুল হক,দিরাই থানা ডেভেলাপমেনট অর্গেনাইজেশনের সভাপতি জনাব সেলিম সরদার,সাধারন সম্পাদক জনাব রয়েল মিয়া,জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন Trust এর সাবেক সেক্রেটারি জনাব আংগুর আলীও সাবেক কোষাধ্যক্ষ জনাব আবদাল মিয়া,জগন্নাথপুর উন্নয়ন সংস্হার সভাপতি জনাব তাহের কামালী,দিরাই থানা ডেভেলাপমেনট অর্গেনাইজেশনের সাবেক সভাপতি জনাব মিল্লিক মিয়া চৌধুরী ,জগদল ফ্রেন্ডস অব ইউনিয়ন ট্রাস্টের সেক্রেটারি জনাব জগলুল হোসেন,দিরাই থানার বিশিষ্ট সমাজসেবী জনাব মহি উদ্দীন জগনু,জি এস সি ইষ্ট লন্ডন শাখার ক্যাশিয়ার জনাব আবুল মিয়া মৌলনা শরীফ উদ্দীন ,জনাব মুহিদুর রহমান মুহিত,জনাব ছৈদ আলী,এছাড়া সংগঠনের যুগ্ম সম্পাদক জনাব আবুল মনসুর রুমেল,সংগঠনের প্রচার সম্পাদক জনাব আহসান হোসেন সুমন,জনাব আবদুস সোবহান কামালী,যুগ্ম সম্পাদক জনাব ফারুক মিয়া ,হাফিজুর রহমান,ছাদেক আহমদ ও সেলিম উদ্দীন ও শাহেদ আলী,জনাব জগমবর আলী,আলী নূর,জনাব দিলবর আলী,আমীর হোসেন,সফিজুর রহমান ও আনু মিয়া সহ দিরাই, জগন্নাথপুর ,দক্ষিন সুনামগঞ্জ, সুনামগঞ্জ সদর ,ছাতকের বিভিন্ন সংগঠনের নেতৃবৃনদ, সাংবাদিক,কবি সাহিত্যিক,রাজনীতিবিদ শিক্ষাবিদ, ব্যবসায়ীক ও সমাজ সেবীরা আলহাজ্ব রফিক মিয়াকে
অভিনন্দন জ্ঞাপন করেন তৎসংগে সবাই সংগঠনের সামাজিক কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করে সংগঠনকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরিশেষে মৌলনা ইলিয়াস হোসেইন সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করে মোনাজাত পরিচালনা করতঃ অত্যন্ত সুষ্ঠ ভাবে ইফতার পরিবেশনের মধ্যদিয়ে সংগঠনের পক্ষ থেকে আগত অতিথিবৃনদকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে যথাক্রমে ছানাওর আলী কয়েছ ও আহবাব মিয়া সভার সমাপ্তি ঘোষনা করেন।