• ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে একজন নিহত,আহত দুজন

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২২
সুনামগঞ্জে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে একজন নিহত,আহত দুজন
লতিফুররহমানরাজু, সুনামগঞ্জ :সুনামগঞ্জ শহরের মল্লিকপুর  টার্মিনাল এলাকায় বাস দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে শীতাতপ নিয়ন্ত্রিত নীলাদ্রি বাস ও সুনামগঞ্জ সিলেট সড়কের লোকাল বাসের মধ্যে এই দুর্ঘটনা সংঘটিত হয়। এসময় দুজন গুরুত্বর আহত হন। পরে আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যান।

নিহত ব্যক্তির নাম অসীম দাস (৩০)। তিনি জগন্নাথপুর উপজেলা ভবানীপুর গ্রামের সর্বা দাসের ছেলে। আহত ব্যক্তির নাম আলমগীর (৩৭)। তিনি নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার সাদিপুর গ্রামের মহসিন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে সুনামগঞ্জের মল্লিক পুর টার্মিনাল  এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়া নীলাদ্রি বাস এবং লোকাল বাস এর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।এই দুর্ঘটনায় দুইজন লোক গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর আঘাতপ্রাপ্তদের সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসারত অবস্থায় আছেন।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও একজন আহত হয়েছেন।  পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।