• ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

উত্তর ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে: যুক্তরাজ্য

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ৯, ২০২২
উত্তর ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে: যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দারা জানিয়েছেন, ইউক্রেনের উত্তরাঞ্চল থেকে রুশ সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। শুক্রবার ব্রিটিশ গোয়েন্দারা জানিয়েছেন, এসব সেনাদের বেলারুশ ও রাশিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা দফতরের টুইট বার্তায় বলা হয়েছে, প্রত্যাহার করা অন্তত কিছু সেনাকে পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে যুদ্ধ করতে পাঠানো হবে। টুইট বার্তায় আরও বলা হয়েছে, আরও পূর্বদিকে মোতায়েনের আগে এই সেনাদের পুনরায় সরঞ্জাম সরবরাহ প্রয়োজন। ইউক্রেনের উত্তরাঞ্চলে ফের সেনা মোতায়েন করতে হলে অন্তত এক সপ্তাহ সময় লাগবে বলেও জানিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের শহরগুলোতে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। এছাড়া রুশ বাহিনী ইজুয়াম শহর থেকে আরও দক্ষিণের দিকে অগ্রসর হচ্ছে। ইজুয়াম শহরটি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

তবে ব্রিটিশ কর্তৃপক্ষের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সূত্র: রয়টার্স