• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইংল্যান্ডে করোনায় গত(মঙ্গলবার) ২৪ ঘন্টায় প্রায় ৪০০ জনের মৃত্যু: আক্রান্ত ২০,০১৮ জন

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৩, ২০২০
ইংল্যান্ডে করোনায় গত(মঙ্গলবার) ২৪ ঘন্টায় প্রায় ৪০০ জনের মৃত্যু: আক্রান্ত ২০,০১৮ জন

বিবিএন নিউজ ডেস্ক : ইংল্যান্ডে  করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৯৭ জনের। যা গত মে মাসের পর সর্বোচ্চ। গতকাল সোমবার ছিলো ১৩৬ জন, রবিবার ছিলো ১৬২ জন, শনিবার ছিলো ৩২৬ জন। মোট মৃতের সংখ্যা ৪৭ হাজার ২৫০ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

ডিপার্টমেন্ট অব হেলথ কেয়ার জানিয়েছে বর্তমানে ১১ হাজার ৪৫৮ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ১০৭৫ জন রয়েছেন ভেন্টিলেটরে।

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০,০১৮ জন। গতকাল সোমবার ছিলো ১৮,৯৫০ জন, রবিবার ছিলো ২৩,২৫৪ জন, শনিবার ছিলো ২১,৯১৫ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ৮৮২ জন। (সূত্র দ্যা সান/ওয়ান বাংলা)