• ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাত‌কে বালুর চাপায় দু’শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ৭, ২০২২
ছাত‌কে বালুর চাপায় দু’শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আতিকুর রহমান মাহমুদ, ছাতক থেকে:ছাত‌কে বালুর চাপায় দু’শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।বৃহষ্পতিবার বিকেলে পৌর শহরের চৈকিত্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপ‌জেলার নোয়ারাই ইউনিয়নের কুমারদানি গ্রামের আসক আলীর পুত্র রুবেল মিয়া ও একই ইউনিয়নের কুপিয়া গ্রামের হানিফ আলীর পুত্র সামছুজ্জামান ও আহত কুমারদানি গ্রামের আসমত আলীর পুত্র শ্রমিক জাকির হোসেন।

জানাযায়, লেবার সর্দার ইছরাইল মিয়ার নৌকাতে বালু ভর্তি করার কাজে যায় শ্রমিক রুবেল মিয়া (২৬),সামছুজ্জামান (১৬) ও জাকির হোসেন (২১)। বালু কেটে বেল্টে দিয়ে নৌকায় ভর্তি করার এক পর্যায়ে উঁচু বালুর স্টক ধ্বসে পড়ে বালুর নীচে চাপা পড়েন শ্রমিকরা।

স্থানীয়রা আহত ৩শ্রমিককে উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল মিয়া ও সামছুজ্জামানকে মৃত ঘোষনা করেন। আহত জাকির হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এব‌্যাপা‌রে থানার ও‌সি মাহবুবুর রহমান দু’শ্রমিকের মৃত্যুর এ ঘটনা নিশ্চিত করে ব‌লেন লাশ দু’টি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।