বিবিএন ডেস্ক: কাতারে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন বাংলাদেশি তরুণের।
স্থানীয় সময় শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টায় দেশটির রাজধানী দোহার ব্যস্ততম একটি হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফেনীর আজহারুল হক জয় (২১), চট্টগ্রামের ইসরান বিন ইসলাম (২২) ও সিলেটের আহমেদ সাফওয়ান (২১)।
নিহতদের পরিবার জানিয়েছে, নিহত তিনজনই সপরিবারে কাতারে বসবাস করতেন।
বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দোহার ব্যস্ততম একটি হাইওয়েতে গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। এসময় তারা গাড়িটি রাস্তাতে রেখেই ঠিক করার চেষ্টা করেন।
তৎক্ষণিকভাবে অন্য একটি গাড়ি এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। বাকি দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মারা যান।