নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের ছাতকে জাতীয় পার্টিসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জস্থ ট্রাফিক পয়েন্ট এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল লেইছ মোহাম্মদ কাহারের সভাপতিত্বে ও যুব সংহতির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা যুব সংহতির সভাপতি জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আ ন ম ওহিদ কনা মিয়া। বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সামছুদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ, জেলা জাপার আহবায়ক কমিটির সদস্য মাহবুব আহমদ নিউটন, উপজেলা জাপা নেতা আসকর আলী, রমজান আলী, আতাউর রহমান আতা, পীর আবদুল হান্নান, আবদুল বাসিত, ছাতক উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি ফয়জুল ইসলাম, উপজেলা উলামা পার্টির আহবায়ক মাওলানা হোসাইন আহমদ, উপজেলা যুব সংহতির সহ-সভাপতি অলি আহমদ ছায়েদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, যুব সংহতির নেতা মনির মিয়া।
এসময় জাতীয় পার্টি ও যুব সংহতির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, কাপ্তান মিয়া, রাকিব আলী, হারিছ আলী, নুরুল হক, আজমল হোসেন, ইরফান আলী, আমির আলী, ছমির উদ্দিন, মিজানুর রহমান, রিপন আহমদ, আবদুর নুর, এমরান আহমদ, আউয়াল মিয়া, ফারুক আহমদ, আবু তাইয়্যেব, হেলাল উদ্দিন, আবদুল কদ্দুছ, আনছার আলী, দিপু চৌধুরী, খালেদ আহমদ, রফিক আলী, রাসেল আহমদ, আবদুল গনি, আবদুল জলিল, আছমত আলী, হোসিয়ার আলী, উসমান আলী, কাওসার মিয়া, খছরু মিয়া, তাহির উদ্দিন, আবদুর রহমান প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের পূর্বে গোবিন্দগঞ্জে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থ। অসাধু কালোবাজারি ও মুনাফাখোর সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে। সরকারদলীয় লুটেরা মুনাফাভোগী সিন্ডিকেট চক্র দফায় দফায় মূল্যবৃদ্ধির কারণে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষের অবস্থা শোচনীয়। তারা কষ্টে জীবন-যাপন করছেন। তাদের বোবা কান্না সরকার দেখছেনা। পবিত্র রামাদানের আগে সরকারকেই দ্রুত এসব নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রনে নিয়ে আসতে হবে।