• ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে সুদ মুক্ত ঋণদান কর্মসূচি চালু

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২২
সুনামগঞ্জে সুদ মুক্ত ঋণদান কর্মসূচি চালু

নিজস্ব প্রতিবেদকঃ  সুনামগঞ্জে সুদ ও ফিমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রম ‘যা নিবা তা দিবা’ গুনীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে শহরের একটি রেষ্ট হাউজে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী লেখক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক ফয়সল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি সাহারুল ইসলাম, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, প্রভাষক মশিউর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাকারিয়া জামান তানভীর।

সুনামগঞ্জ জেলার দেশে ও বিদেশে বসবাস কারী কিছু সমমনা সমাজ সেবী ২০১৯ সাল থেকে বিনা সুদে ও ফি মুক্ত ভাবে ক্ষুদ্র ঋণ দান শুরু করেন। যারা সমাজের অবহেলিত দরিদ্র তারা সামান্য পুজিঁর অভাবে কিছু করতে পারেন না। তাদের কষ্টের কথা চিন্তা করেই এই মহৎ উদ্দেশ্য এটি চালু করেন। এতে বেশ কিছু মানুষ ঋণ নিয়ে একটা কিছু করে আবার যথা সময়ে পরিশোধ ও করেছেন। আবার ঋণ নিতে ইচ্ছা প্রকাশ করেছেন। তাদের মূল উদ্দেশ্য সুদ কে নিরুৎসাহি করা।