• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে আন্তঃজেলা মাদক পাচারকারী গ্রুপের দুই সদস্য ইয়াবাসহ আটক

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৩, ২০২০
সুনামগঞ্জে আন্তঃজেলা মাদক পাচারকারী গ্রুপের দুই সদস্য ইয়াবাসহ আটক

লতিফুর রহমান রাজু সুনামগঞ্জ:সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে দুই হাজার সাতশত ৫৭ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক পাচারকারী গ্রুপের দুই সদস্যকে আটক করেছে জেলা মদাকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়।
সোমবার রাতে উপজেলার শ্রীপুর উত্তর   ইউনিয়নের বাগলি বাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, জেলার মধ্যনগর থানার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাকাতলা গ্রামের  মোঃ দুলা মিয়ার ছেলে আব্দুল কাদির (৪২) ও আরেক আসামী একই গ্রামের মোঃ আমান আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম(৪৪)।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাজেদুল হাসান ও  র‍্যাব-০৯, সুনামগঞ্জের কম্পানি কমান্ডার, লেফ্টেনেন্ড কমান্ডার ফয়সাল আহামদ এর নেতৃত্বে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বাগলি বাজার এলাকা যোথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছে দুই হাজার সাতশত সাতান্ন পিস মিথাইল এমফিটামিনযুক্ত ইয়াবা ট্যবলেট উদ্ধার করা হয় এবং তাদের বিরুদ্ধে ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ ও পরিবহন এর অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৯  এর উপধারা (১) এর দফা (খ) লঙ্ঘনের অপরাধে ধারা ৩৬(১) এর  সারণি ১০(খ) মোতাবেক আসামিদ্বয়ের বিরুদ্ধে তাহিরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের  করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সুনামগঞ্জের সহকারী পরিচালক সাজেদুল হাসান।
তিনি জানান, আটককৃত আসামীদের  আন্তঃজেলা মাদক পাচারকারী গ্রুপের সদস্য। জিজ্ঞাসাবাদে তারা ভারত সীমান্তবর্তী বিভিন্ন গ্রাম থেকে ইয়াবার চালান সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাচার করে বলে জানায়। মাদক নির্মূলে এই ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।