• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

উত্তর সুরমা ইসলামী সাংস্কৃতিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২২
উত্তর সুরমা ইসলামী সাংস্কৃতিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

নিজস্ব প্রতিবেদকঃ সুরমা নদীর পাশঘেরা প্রাকৃতিক জনপদ ছাতকের নোয়ারাই ও ইসলামপুর ইউনিয়ন  এবং পৌরসভার দুই ওয়ার্ডের সমন্বয়ে গঠিত তারুণ্যের দীপ্ত পদচারণা এবং সমাজে সত্য এবং সুস্থ সংস্কৃতি চর্চার দিকপাল সংগঠন “উত্তর সুরমা ইসলামী সাংস্কৃতিক ফোরাম”।

ফোরামের ৫ম বার্ষিকী উপলক্ষে গতকাল তার অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ফোরামের উপস্থিত দায়িত্বশীল এবং সদস্যদের সামনে সভাপতির বক্তব্যে মুরাদ আহমদ বলেন–

প্রথমেই কৃতজ্ঞচিত্তে অবনত মস্তকে আল্লাহ পাকের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি পরম দয়া আর মায়া দিয়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় দিয়েছেন।
এবং তাঁর মনোনীত দ্বীন ইসলামের রজ্জু সমন্বিত ভাবে ধরার সুযোগটা দিয়েছেন।

অপসংস্কৃতির সয়লাবের কণ্টকাকীর্ণ এই সময়ে সুস্থ সংস্কৃতির সমাজ প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়ে একঝাঁক তারুণদের নিয়ে ১৭সালের আজকের এই দিনে সূচনা হয়েছিলো “উত্তর সুরমা ইসলামী সাংস্কৃতিক ফোরাম” নামে একটি সংগঠনের।
আজ হাঁটি হাঁটি পা-পা করে পাঁচবছর অতিক্রম করলো।
এই পাঁচ বছরের প্রতিটি দিনের ভাঁজেভাঁজে রয়েছে শতশত উচ্ছ্বাস এবং আবেগভরা ত্যাগ তিতিক্ষা, দেশে প্রবাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা উত্তর সুরমার তরুণদের সমন্বিত এই খেদমতকে আল্লাহ পাক আরো ত্বরান্বিত করুন।

উত্তর সুরমাবাসীর কাছে আমরা ফোরামের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আপনাদের সন্তানতুল্য মনে করে যে আন্তরিকতার সাথে সহযোগিতা এবং সমর্থন দিয়েছেন তা কখনো ভোলার মতো নয়।
আল্লাহ পাক আপনাদেরকেও জাযায়ে খায়ের দান করুন।

পরিশেষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ২২মার্চ খৎনা ক্যাম্প করার উদ্যোগ নেয়া হয়।