• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে গাছের ডালে ঝুলছিল বৃদ্ধের লাশ

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২২
ছাতকে গাছের ডালে ঝুলছিল বৃদ্ধের লাশ

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাজুল মিয়া (৬৭) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও গ্রামের মৃত আহসান উল্লার ছেলে। এ ঘটনায় রোববার রাতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে ভুইগাঁও গ্রামের একটি জাড়ইল গাছের ডালে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাজুল মিয়াকে দেখতে পেয়ে ভীড় করেন স্থানীয়রা। পরে বিষয়টি থানায় জানানোর পর থানার উপ-পরিদর্শক শাহীন হোসেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। নিহত বৃদ্ধের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে একইদিন বিকেলে লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে এ আত্মহত্যার কোন কারন জানা যায়নি। নিহতের পরিবারের কেউ কোন কিছুই বলতে পারেননি। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত ঘটনা যানা যাবে।