• ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা শাবান, ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যে জি এস নর্থে‌ বই পেনেলের উৎসব মুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২২
যুক্তরাজ্যে জি এস নর্থে‌ বই পেনেলের উৎসব মুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৩ ফেব্রুয়ারি রোববার গ্রেটার সিলেট কাউন্সিল নর্থ রিজিয়নের এই প্রথমবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনকে সামনে রেখে ব্রাডফোর্ড, কিতলী সহ বিভিন্ন শহরে ফয়জুল- বাবুল –
সারওয়ার অ্যালায়েন্সের বই প্যানেলের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বই মার্কায় ভোট চাচ্ছেন।

প্রতিনিয়ত ভোটারদের ফোন ও মেসেজ আদান প্রদান করছেন। বহুদিন পর এই প্রথমবার নর্থ ইংল্যান্ড এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটাররা খুব উৎফুল্ল ও আনন্দিত। ভোটাররা মনে করছেন এবার তাদেরকে সঠিক ভাবে মূল্যায়ন করা হচ্ছে। এবারের নির্বাচনে ভোটারদের কদর বেড়ে যাওয়ায় নতুনদের মধ্যে অনেকেই এখন জি এস সির ভূটার ও মেম্বার হতে আগ্রহী ও ইচ্ছা পোষণ করছেন ।

বই প্যানেলের নির্বাচনী প্রচারণার সভাপতি আব্দুল হান্নান চৌধুরী ও সদস্য সচিব আবদুস সালামের নেতৃত্বে বিভিন্ন গ্রুপ মানবতার কল্যাণে- সমাজসেবার লক্ষ্যে, সকলকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে ভোটারদেরকে বই প্যানেলে ভোট দিয়ে ফয়জুল -বাবুল-সারওয়ার অ্যালায়েন্স কে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছেন।

নতুন – পুরাতন ভোটারদের বেশিরভাগ এই নির্বাচনে বই প্রতীকে ভোট দেওয়ার পক্ষে। তাদের মতে বই প্যানেলের প্রার্থীরা জিএস সির সাথে দীর্ঘদিন যাবত আন্তরিকতা ও একাগ্রতার সাথে কাজ করে যাচ্ছেন। উক্ত প্যানেলের প্রার্থীদের জিএস সির বিভিন্ন কার্যক্রমে সর্বদা তৎপর অগ্রসর শাড়িতে পাওয়া যায়। এবারের নির্বাচনে বই প্যানেল দক্ষ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠন করা হয়েছে। তারা কোন পরিবার তান্ত্রিক ও গোষ্ঠী তান্ত্রিক দল নয় । নিরপেক্ষভাবে কমিউনিটির সর্বস্তরের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তারা কাজ করতে আগ্রহী। তাই অধিকাংশ ভোটাররা এবারের নির্বাচনে ফয়জুল- বাবুল -সারওয়ার প্যানেলকে জয়ের মালা পরাতে চান।

বই প্যানেলের সভাপতি পদপ্রার্থী জননেতা ফয়জুল ইসলাম জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেন বই প্যানেলকে জয়যুক্ত করা হলে নর্থের প্রতিটি শহরে একটি করে ব্রাঞ্চ, স্থানীয়ভাবে কমিউনিটির মানুষের সাহায্য সহযোগিতার জন্য একটি কমিউনিটি সার্ভিস সেন্টার গঠন করা হবে। সকল সদস্যদের মধ্যে ইনসাফ ভিত্তিক দায়িত্ব বন্টন করা হবে। ক্ষমতা নয়- নেতৃত্ব নয় -জনসেবা ও মানব সেবার ব্রত নিয়ে নর্থ ইংল্যান্ডে জিএসসির কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

বই প্যানেলের জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী জয়নুল আবদিন বাবুল ও ট্রেজারার পদপ্রার্থী
সারওয়ার হোসেইন এর সাথে আলাপকালে উল্লেখ করেন, নির্বাচনকে সামনে রেখে আমরা ভোটারদের সাথে কথা বলছি- সাক্ষাৎ করছি, আলহামদুলিল্লাহ বই প্যানেলের পক্ষে এবারের নির্বাচনে জোয়ার সৃষ্টি হয়েছে। কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সচেতন মহল আমাদের পক্ষে। ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রদান করলে অবশ্যই আমরা বিজয় লাভ করব।

এই নির্বাচনে শিক্ষা ও জ্ঞানের প্রতীক, আলোর পথিক বই‌ প্যানেল কে সবাই মিলে ভোট দিয়ে জয়যুক্ত করতে চান।

অন্যদিকে গোলাপ ফুল প্রতীক মার্কায় আশরাফ- এনাম -ফুলজার অ্যালায়েন্সের প্রার্থীরা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন এবং মাঠ পর্যায়ে তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।