আন্তর্জাতিক ডেস্ক: অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগের পর একজন অংশগ্রহণকারীর অসুস্থ হয়ে যাওয়ার সঙ্গে ওই ভ্যাকসিনের ‘সম্ভবত’ কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এ নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অনলাইনে অংশগ্রহণকারীর তথ্য সম্বলিত একটি নথি প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, তাদের ভ্যাকসিন গ্রহণের পর একজন অংশগ্রহণকারীর অসুস্থ হয়ে পরার বিষয়টি সবরকমভাবে যাচাই করে দেখা হয়েছে। এতে জানা গেছে, ওই অসুস্থতার সঙ্গে ভ্যাকসিনের প্রভাবের কোনো সম্পর্ক নেই। কিংবা এখন পর্যন্ত ওই অসুস্থার ওপর ভ্যাকসিনের প্রভাব ছিল তা প্রমাণের মতো যথেষ্ট তথ্য আমাদের কাছে নেই। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ ভ্যাকসিনের ট্রায়ালা পুনরায় চালু করার পক্ষে মত দিয়েছে।
এরইমধ্যে বিশ্বজুড়ে আবারো অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল চালু হয়ে গেছে। বর্তমানে বৃটেন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় এর ট্রায়াল চলছে। যুক্তরাষ্ট্রেও এর তৃতীয় ধাপের ট্রায়াল চলছিল।
তবে বন্ধের পর এখনো চালু করা হয়নি। বিষয়টি নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও আস্ট্রাজেনেকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। তবে তাৎক্ষনিকভাবে তারা কোনো মন্তব্য করেনি।