বিবিএন ডেস্ক: সিংহ একটি মাংসাশী প্রাণী। সে মাংস খেয়েই বাঁচে। কিন্তু নিজের খাবার শিকারের পর সেটিকে আবার ফিরিয়ে দেয়ার নজির খুব বিরল। সম্প্রতি এমন এক বিরল ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। বনগরু কিংবা জেব্রা জাতীয় প্রাণী দেখলেই তাকে খেতে হামলে পড়ে সিংহ-সিংহীরা সেখানে এক সিংহীর কর্মকাণ্ড বিস্ময়ের জন্ম দিয়েছে।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, এক ভিডিও ফুটেজে দেখা যায়, এক সিংহী দলছুট এক বনগরুর বাছুরকে তার পালের কাছে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আর ওই সিংহীর এই কর্মকাণ্ডকে বন্যপ্রাণী কর্মকর্তারা ‘ভালোবাসার নিদর্শন’ বলে বর্ণনা করেছেন।
ঘটনা তানজানিয়ার একটি জাতীয় উদ্যানের। উদ্যান কর্তৃপক্ষ সোমবার (১০ জানুয়ারি) ওই ভিডিওটি প্রকাশ করে। সেই ভিডিওতে দেখা গেছে, একটি দলছুট বাছুরকে সাথে নিয়ে হাঁটছে এক সিংহী। নিজের অর্ধেক আকারের সেই শাবকটিকে সাথে করে তার দলের কাছে নিয়ে যাচ্ছে সে। বাছুরটি এমনভাবে সিংহীর পাশাপাশি হাঁটছে যেন মনে হচ্ছে সে তার মাকেই অনুসরণ করছে। সেরেনগাতি জাতীয় উদ্যানের ঘটনা এটি।
তানজানিয়া ন্যাশনাল পার্ক অথরিটির মুখপাত্র প্যাসকেল শেলুটেট বলেন, এই ধরনের আচরণ অত্যন্ত অস্বাভাবিক। এখানে ওই সিংহীর মাতৃত্ববোধ তার প্রাকৃতিক শিকারি প্রবৃত্তিকেও ছাড়িয়ে গেছে।