• ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিপিএল ম্যাচ চলাকালীন মাহমুদউল্লাহর নামাজ আদায়

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২২
বিপিএল ম্যাচ চলাকালীন মাহমুদউল্লাহর নামাজ আদায়

 

বিবিএন স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের দ্বিতীয় দিনে আজ শনিবার দেখা গেল অন্য রকম এক দৃশ্য। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস হেরে ব্যাটিং করছে চট্টগ্রাম। তাদের ব্যাটিং ইনিংসের সময় নামাজ আদায় করতে দেখা গেল ঢাকা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।

জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ককে মাঝেমধ্যেই দেখা যায় সতীর্থদের নিয়ে নামাজ আদায় করতে। প্রায় সকল ক্ষেত্রেই তিনি ইমামতি করেন। আজকের ম্যাচের চট্টগ্রামের ব্যাটিং ইনিংসের নবম ওভার শেষের ঘটনা। নতুন ওভার শুরুর মাঝের সময়টিতে মাহমুদউল্লাহকে দেখা যায় মাঠেই মাগরিবের নামাজ আদায় করতে। চট্টগ্রামের সংগ্রহ তখন ৩ উইকেটে ৬৪ রান।

ম্যাচ চলাকালীন মাহমুদউল্লাহর এই নামাজ আদায় সোশ্যাল সাইটে বেশ আলোচনার সৃষ্টি করেছে। তাঁর নামাজ আদায় শেষ হলে খেলা পুনরায় শুরু হয়। উল্লেখ্য, গতকাল টুর্নামেন্ট শুরুর দিনে খুলনা টাইগার্সের কাছে ৫ উইকেটে হেরে বিপিএল শুরু করেছে ঢাকা। ম্যাচটিতে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন মাহমুদউল্লাহ। তাদের ১৮৬ রান এক ওভার হাতে রেখেই পেরিয়ে যায় খুলনা।সূত্র : কালের কণ্ঠ