• ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৬ হিজরি

শাবিতে এবার প্রতীকী লাশ নিয়ে মিছিল

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২২
শাবিতে এবার প্রতীকী লাশ নিয়ে মিছিল

বিবিএন ডেস্ক:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলন থামছেইনা । ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে টানা তিনদিন ধরে অনশনরত আছেন শিক্ষার্থীরা। এরসাথে শিক্ষার্থীদের একটি দল শনিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় ক্যাম্পাসে প্রতীকী লাশ নিয়ে ও নিজেদের গায়ে কাফনের কাপড় পড়ে ভিসির পদত্যাগের দাবি জানিয়েছেন।

এসময় তারা ভিসির বাসভবনের সামনে তারা কিছুক্ষণ অবস্থান করেন। পরে সেই প্রতীকী লাশ কাঁধে নিয়ে ক্যাম্পাসে মিছিল করেন।

এসময় মিছিলকারীরা বলেন, এমন ভিসি আমরা চাই না। অনশনে থাকা ২৪জন শিক্ষার্থী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তবুও ভিসি তার পদ থেকে সরে যেতে রাজি নয়।

আমরা আমাদের দাবিতে অটল আছি। ভিসির পদত্যাগ না হওয়া আমাদের চলমান আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে আমরা জীবন বিসর্জন দিবো।

আমরণ অনশনে থাকা শিক্ষার্থীদের মধ্যে এ পর্যন্ত ১৫ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছবিটি তুলেছেন আমাদের শাবি প্রতিনিধি জুবায়েদুল হক রবিন

অসুস্থদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে তিন শিক্ষার্থী ফের ক্যাম্পাসে ফিরে এসে অনশনে যোগ দিয়েছেন।

হাসপাতালে এখন চিকিৎসাধীন আছেন ১২ শিক্ষার্থী। তারা সেখানেই অনশন চালিয়ে যাচ্ছেন।

ছবি: মিঠু দাস জয়

একাত্তরেরকথা