• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মুম্বইয়ে বহুতল ভবনে আগুন,নিহত ৭

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২২
মুম্বইয়ে বহুতল ভবনে আগুন,নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বাণিজ্য নগরী মুম্বইয়ের একটি ২০তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সকালে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সকাল ৭টার দিকে নগরীর টারদেও এলাকায় গান্ধী হাসপাতালের বিপরীত দিকের কমলা ভবনের ১৮তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৩টি ফায়ার ইঞ্জিন ও সাতটি ওয়াটার জেটি কাজ শুরু করে।

মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকার বার্তা সংস্থা এএনআইকে জানান, ছয় জন বয়স্ক লোক ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন, তাদের অক্সিজেন সাপোর্ট দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও ভেতরে প্রচুর ধোঁয়া রয়ে গেছে। সবাইকে উদ্ধার করা হয়েছে।