• ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

করোনা ভাইরাস রোধে সিলেটের ওসমানীনগরে শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হয়েছে

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২২
করোনা ভাইরাস রোধে সিলেটের ওসমানীনগরে শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হয়েছে

বিবিএন ডেস্ক: করোনা ভাইরাস রোধে সিলেটের ওসমানীনগরে শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হয়েছে।আজ শনিবার উপজেলার কে জি ডি এস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম দিনে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৬৫৯ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার  ডাঃ মোহাম্মদ মোজাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। কে জি ডি এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত টিকাদান কার্যক্রম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জনাব মহিতোষ মজুমদার বসু,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব স্বপন কুমার চক্রবর্তী,বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য জনাব মোহাম্মদ আলী শায়েস্তা,বিদ্যালয়ের সভাপতি জনাব আলহাজ্ব মোঃ ময়না মিয়া,পরিচালনা কমিটির সদস্য আব্দুর রউফ এবং মতিউর রহমান প্রমূখ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,শনিবার টিকাদান কার্যক্রমের প্রথম দিনে কে জি ডি এস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়, কুরুয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়, খন্দকার বাজার উচ্চ বিদ্যালয় এবং জয়বুন্নেছা গার্লস স্কুলের ২ হাজার ৬৫৯ জন শিক্ষার্থীকে করোনা টিকা দেয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারর স্বপন কুমার চক্রবর্তী জানান, ধারাবাহিকভাবে উপজেলার অন্যান্য মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের এ করোনা টিকা দেয়া হবে।