লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জের টেকেরঘাট বিওপির টহল দল ১ জানুয়ারি সকাল সাড়ে ৯ টায় তাহিরপুর উপজেলাধীন উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী নামক স্থান হতে ৭৫০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৯ হাজার,৭৫০- টাকা।
একই দিন লাউরগড় বিওপির টহল দল অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ৩০ ঘনফুট ভারতীয় পাথর, বারকী নৌকা ৬টি এবং ইঞ্জিন ২টি আটক করে, যার আনুমানিক মূল্য ৩ লক্ষ,৪৩, হাজার ৬০০ টাকা।
ঐদিন বাগানবাড়ী বিওপির টহল দল দুপুর ২ টায় দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী নামক স্থান হতে ৪০,০০০ পিস ভারতীয় জীবন বিড়ি আটক করে, যার মূল্য ৬৮,হাজার টাকা।
ডুলুরা বিওপির টহল দল একই তারিখে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং শলুকাবাদ ইউনিয়নের ধূপাজাল চলতি নদী হতে ২০০ ঘনফুট ভারতীয় পাথর, স্টীল বডি নৌকা ১টি, ইঞ্জিন ১টি আটক করে, যার আনুমানিক মূল্য ১০ লক্ষ,৬৪ হাজার, টাকা।
আশাউড়া বিওপির টহল দল ২ জানুয়ারি সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের পেচাকোনা নামক স্থান হতে ৫টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ১, লক্ষ ৫০,হাজার টাকা।
চাঁনপুর বিওপির টহল দল একই দিন ২ তাহিরপুর উপজেলাধীন ৪নং বড়দল ইউনিয়নের রজনী লাইন নামক স্থান হতে ১০০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১৩,হাজার টাকা।
আটককৃত ভারতীয় কয়লা, পাথর, বিড়ি, স্টীল বডি নৌকা, বারকি নৌকা, ইঞ্জিন এবং গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে কর্ণেল মাহবুবুর রহমান।