• ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বন্দর গাও ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বই বিতরণ অনুষ্টিত

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১, ২০২২
বন্দর গাও ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বই বিতরণ অনুষ্টিত

ছাতক প্রতিনিধিঃ ছাতকের নোয়ারাই ইউনিয়নে বন্দর গাও ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নতুন বছরের প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্হিত ছিলেন, নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আফজাল আবেদীন আবুল।

বিশেষ অথিতি হিসেবে উপস্হিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী ইউনিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  চেয়ারম্যান ও বিলাত বাংলা অনলাইন পত্রিকার সহকারী সম্পাদক  আলী মুহাম্মদ সমুজ।

নতুন বছরের প্রথম দিনে ছাত্র – ছাত্রীদের হাতে বই তুলে দিতে পারায়, বক্তারা সরকারের ভুয়সী প্রশংসা করেন।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ুম, মস্তাব আলী, আশ্রব আলী প্রমুখ।

অনুষ্টানটি পরিচালনা করেন মাওলানা নিয়ামত উল্লাহ।