নিজস্ব প্রতিবেদক:ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নে হলদিউরা খাদিমুল কোরআন ইসলামি যুব সংঘের উদ্যোগে তৃতীয় ইসলামী সুন্নী মহা সম্মেলন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টা থেকে মধ্য রাত পর্যন্ত মাহফিল গ্রামের জামে মসজিদের ঈদগাহের মাঠে অনুষ্টিত হয়।
হলদিউরা খাদিমুল কোরআন ইসলামি যুব সংঘ কর্তৃক আয়োজিত ইসলামী সুন্নী মহা সম্মেলনে সভাপতিত্ব করেন গ্রামের বিশিষ্ট মুরব্বি ক্বারী নুরুল আমিন।
প্রধান অতিথি হিসাবে নসিহত পেশ করেন সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী। প্রধান বক্তা হিসাবে বয়ান রাখেন, সিলেট রামিজ রশিদ জামেয়া ইসলামীয়া মাদরাসার সুপার মাওলানা শরিফ উদ্দিন সিরাজী।
বিশেষ অতিথি হিসাবে বয়ান পেশ করেন ছাতকের রায়সন্তোষপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ার হোসেন জালালী, বয়ান পেশ করেন মাওলানা আবদুস শহীদ জালালী, খরিদিচর আলীম মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা আফতাব উদ্দিন, হলদিউরা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী রেদুওয়ান আহমদ।