• ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটে এসএসসিতে পাসের হার ৯৬.৭৮, জিপিএ ৪৮৩৪:শীর্ষে মেয়েরা

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২১
সিলেটে এসএসসিতে পাসের হার ৯৬.৭৮, জিপিএ ৪৮৩৪:শীর্ষে মেয়েরা

 

সিলেট প্রতিনিধি: এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ বৃহস্পতিবার সকালে। সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের ৯৬.৭৮। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৮৩৪ জন।

সিলেট শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর এসএসসি পরীক্ষায় এ বোর্ডে ১ লাখ ১৯ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১৫ হাজার ৭০০ জন। পাসের ৯৬.৭৮।

পাসকৃতদের মধ্যে ছেলে ৫১ হাজার ৩৮৬ জন, মেয়ে ৬৪ হাজার ৩১৪ জন।

গত বছরের চেয়ে এ বছর পাসের হার বেড়েছে ১৭.৯৯ ভাগ। গেল বছর পাসের হার ছিল ৭৮.৭৯।

জিপিএ ৫ পাওয়া ৪ হাজার ৮৩৪ জন শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ২৮ জন ছেলে এবং ২ হাজার ৮০৬ জন মেয়ে। অর্থাৎ, ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার ও জিপিএ ৫ পাওয়ার সংখ্যা বেশি। অবশ্য, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের সংখ্যাও বেশি ছিল।

এদিকে, বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৫.২৯, মানবিক বিভাগে পাসের হার ৯৭.২৬ এবং ব্যবসায় প্রশাসন বিভাগে পাসের হার ৯৫.৬৩।

এ বছর শতভাগ শিক্ষার্থী পাস করেছে, এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৮৬টি। গেল বছর ছিল ৪৩টি।

জেলাভিত্তিক ফলাফলে দেখা গেছে, সিলেট বিভাগের মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে সুনামগঞ্জ। এ জেলায় পাসের হার ৯৭.৫৩।

সিলেট জেলায় পাসের হার ৯৭.৪২, মৌলভীবাজারে ৯৬.৭৯ এবং হবিগঞ্জে পাসের ৯৬.৫৫।

তবে জিপিএ ৫ পাওয়ার দিক দিয়ে এগিয়ে রয়েছে সিলেট জেলা। মোট জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে সিলেটের ২২৯৮ জন শিক্ষার্থী রয়েছে।

এ ছাড়া মৌলভীবাজারের ১০৪০ জন, হবিগঞ্জের ৮৬৯ জন এবং সুনামগঞ্জের ৬২৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

এদিকে সিলেটে এসএসি পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের টপকে গেছে মেয়ে শিক্ষার্থীরা। এ ছাড়া জিপিএ ৫ পাওয়ার দিক দিয়েও গেল বছরের মতো এ বছরও এগিয়ে আছে মেয়েরা।

সিলেট শিক্ষা বোর্ড থেকে আজ বৃহস্পতিবার সকালে এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার পাসের ৯৬.৭৮। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৮৩৪ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ৫৩ হাজার ৩৩২ জন ছেলে শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫১ হাজার ৩৮৬ জন। ছেলেদের পাসের হার ৯৬.৩৫।

৬৬ হাজার ২২১ জন মেয়ে শিক্ষার্থী পরীক্ষা দিয়ে এবার পাস করেছে ৬৪ হাজার ৩১৪ জন। তাদের পাসের হার ৯৭.১২।

অর্থাৎ, ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার বেশি।
গত বছর পাসের হারে ছেলেরা এগিয়ে ছিল। সে বছর ছেলেদের পাসের হার ছিল ৭৯.২৩ এবং মেয়েদের পাসের হার ছিল ৭৮.৪৬। এ বছর ছেলেদের টপকে গেছে মেয়েরা।

এদিকে, জিপিএ ৫ পাওয়ার দিক দিয়ে গেল বছরের মতো এবারও মেয়েরা এগিয়ে আছে।
গেল বছর ২০৮১ জন ছেলে ও ২১৮২ জন মেয়ে জিপিএ ৫ পেয়েছিল। এ বছর জিপিএ ৫ পাওয়াদের মোট সংখ্যা বেড়েছে। কিন্তু ছেলেদের জিপিএ ৫ পাওয়ার সংখ্যা কমে গেছে। এক্ষেত্রে মেয়েদের সফলতা বেড়েছে।

ছেলেদের মধ্যে এবার ২০২৮ জন জিপিএ ৫ পেয়েছে। মেয়েদের মধ্যে ২৮০৬ জন পেয়েছে জিপিএ ৫।