• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট আলিয়া মাদরাসায় গোপন বৈঠকের সময় তিন শিবির কর্মী আটক

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২১
সিলেট আলিয়া মাদরাসায় গোপন বৈঠকের সময় তিন শিবির কর্মী আটক

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর আলীয়া মাদ্রাসা মাঠের পাশের মাদ্রাসার পাঠাগারের একটি গোপন কক্ষ থেকে শিবিরের তিন কর্মীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডেলিগেট কার্ড, ডায়েরী, বই উদ্ধার করে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

জানা যায়, সিলেট নগরীর আলীয়া মাদ্রাসা মাঠের পাশে পাঠাগারের গোপন কক্ষে কেন্দ্রীয় সদস্য সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল সিলেট জেলা পশ্চিম শিবিরের কর্মীরা।

তারা দীর্ঘদিন থেকে পাঠাগারে যাওয়া-আসা করেছিল। খবর পেয়ে এসএমপির ডিসি আজবাহার আলী শেখ ও সহকারী পুলিশ কমিশনার (এসি) সামসুদ্দিন সালেহ আহমদ চৌধুরী এবং কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ অভিযান পরিচালনা করেন।

অভিযানে তাদেরকে আটক করা হয় ও তাদের কাছ থেকে গোপনীয় বই, ডায়েরী উদ্ধার করে পুলিশ।