বিবিএন নিউজঃ ফ্রান্সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন এর প্রতিবাদে দাওয়াতে দ্বীনের ঐতিহ্যবাহী সংগঠন খাদিমুল ইসলাম পরিষদ ছাতকের উদ্যোগে শিল্প নগরী ছাতকে আজ রবিবার বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
খাদিমুল ইসলাম পরিষদের সভাপতি শায়খে তরিকত হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেবের সভাপতিত্বে ও আল জালাল মহিলা মাদ্রাসা বাহাদুর পুর,গনেশপুর এর নায়েবে মুহতামিম হযরত মাওলানা দ্বীন মোহাম্মদ সাহেবের পরিচালনায় মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন নোয়াগাঁও গনেশপুর ত্বকভিয়াতুল ইসলাম মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা ইমাম উদ্দিন, ভূইগাঁও মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা শামসুল ইসলাম, মন্ডলীভোগ লাল মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম,
ইসলাম পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, যুব ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব মাওলানা আকিক হোসাইন, দারুল উলুম ছাতকের মুহতামিম হযরত মাওলানা ফজলুর রহমান, মধ্যবাজার চাঁদনী ঘাট জামে মসজিদের ইমাম মাওলানা নোমান আহমদ, ছড়ারপার জামে মসজিদের ইমাম মাওলানা আবুল খয়ের, হাসনাবাদ মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল কাদির, রুক্কা মাদ্রাসার মুহতামিম সাহেব সহ বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ।
হাজার হাজার তৌহিদী জনতার ঐতিহাসিক বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেবীট্যাক্সি স্ট্যান্ডে এসে সভাপতি হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেবের সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে নবী (সাঃ)কে অবমাননার জন্য ফ্রান্স সরকারকে বিশ্ব মুসলিম উম্মাহর নিকট ক্ষমা প্রার্থনা ও ফ্রান্সের মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান ও মুসলিম অধিবাসীদের বিরুদ্ধে হয়রানি বন্ধের প্রতিশ্রুতি না দেয়া পর্যন্ত লাফার্জ হোলসিম সিমেন্ট, সানোফি ঔষধ কোম্পানি সহ ফ্রান্সের সকল পণ্য বর্জনের ঘোষণা দেন। নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের নিকট ফ্রান্সের বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাব উত্থাপন সহ কূটনৈতিক ভাবে প্রতিবাদ জানানোর আহবান জানান।