ছাতক প্রতিনিধি:ছাতক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন ৭নং ওয়ার্ডের টানা ৫বারের নির্বাচিত কাউন্সিলর, প্যানেল মেয়র তাপস চৌধুরী। রোববার আনুষ্ঠানিকভাবে তিনি ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহন করেন। পৌর মেয়র আবুল কালাম চৌধুরী এক মাসের ব্যক্তিগত সফরে যুক্তরাজ্য অবস্থান করা কালীন সময় পর্যন্ত তাপস চৌধুরী ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন। মেয়রের দায়িত্ব সফলভাবে পালনের জন্য সকলের সার্বিক সহযোগিতা, দোয়া এবং আশির্বাদ প্রার্থনা করেছেন তাপস চৌধুরী। এর আগে তিনি আরো ৫ বার সফলভাবে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন। ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে ছাতক ত্যাগ করেন। যুক্তরাজ্যে তিনি এক মাস অবস্থান করবেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।