• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে মহান বিজয় দিবস পালনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২১
ছাতকে মহান বিজয় দিবস পালনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

 

ছাতক প্রতিনিধি:  ছাতকে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক প্রেসক্লাব একাংশের সভাপতি সৈয়দ হারুন রশীদ, ছাতক থানার এস আই হাবিুবুর রহমান(পিপিএম) , বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা প্রমূখ।এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রতন কুমার পন্ডিত, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম মিয়া, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার,ছাতক সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুস সাত্তার, বাউবি’র সহকারী পরিচালক সিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম, ছাতক জালালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, সোনালী ব্যাংক ছাতক শাখার ম্যানেজার সুমন আচার্য্য, কৃষি ব্যাংক ছাতক শাখার ম্যানেজার বিষ্ণুপদ গোস্বামী, রূপালী ব্যাংক ছাতক শাখা ম্যানেজার প্রশান্ত কুমার শীল, ছাতক ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার জালাল আহমদ, সিটি ব্যাংকছাতক শাখার ম্যানেজার সঞ্জয় মজুমদার, উত্তরা ব্যাংক শাখার ম্যানেজার শাখাওয়াত হোসাইন, পল্লী সঞ্চয় ব্যাংক শাখার ম্যানেজার রফিকুল ইসলাম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সাবিহা মুস্তারী, প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেকলীগের সহ সভাপতি বাবুল রায় সহ বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।