বিবিএন ডেস্ক: আজ সন্ধ্যা ৬.৩০ নাগাদ পূর্ব লণ্ডনে অল্ডগেইট ষ্টেশনের কাছে ভয়াবহ এক গাড়ি দূর্ঘটনা হয়েছে।ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক আলী আহমদ বেবুল রানার টিভিকে জানান, সাড়ে ৬টার দিকে অল্ডগেইট সংল্গ্ন মাইনরিস রোডে গাড়িটি এক্সিডেন্ট করে দুমড়ে মুচড়ে যায়। গাড়িটি কয়েক পাক খেয়ে উল্টে যায়।এসময় ঘটনাস্থলে থাকা মানুষের বক্তব্যমতে ৪ জন যাত্রী ছিলেন গাড়িতে।
উপস্থিত মানুষের ধারনা গাড়িতে থাকা কেউ ই বেচে নেই। তবে সঠিক তথ্য যাচাই করার জন্য মেট পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা এখনও কিছু আনুষ্ঠানিক ভাবে জানায় নি। এই ঘটনার পরপরই এই এলাকার সড়ক চলাচল বন্ধ হয়ে যায়। মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পরে। এই দূর্ঘটনার বিস্তারিত ও সঠিক তথ্য আসলে আবারো জানিয়ে দেয়া হবে।