• ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

উড়াল সড়ক একনেকে অনুমোদন হওয়ায় সুনামগঞ্জে আনন্দের বন্যা

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২১
উড়াল সড়ক একনেকে অনুমোদন হওয়ায় সুনামগঞ্জে আনন্দের বন্যা
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: নেত্রকোণা টু সুনামগঞ্জ শেখ হাসিনা উড়াল সড়ক  একনেকে অনুমোদন পাওয়ায় উৎসবের আমেজ। মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ-১ আসন (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) উপজেলায় উৎসের আমেজ সৃষ্টি হয়েছে। আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম জানান ৩৫০০ কোটি টাকা ব্যয়ে সপ্নের উড়াল সড়ক আজ মঙ্গলবার একনেকে অনুমোদন হয়েছে। সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার হতে নেত্রকোনা জেলার সাথে এটি সংযোগ হবে।
   উড়াল সড়ক অনুমোদন হওয়ায় হাওরাঞ্চলের সাধারণ মানুষ ও আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আনন্দ র্যালী ও শোভ যাত্রা শুরু করেন। বৃটিশ আমল হতে সুনামগঞ্জ-১ আসনের সাধারণ মানুষের স্বপ্ন ছিল, নেত্রকোণা টু সুনামগঞ্জ যোগাযোগের রাস্তা। সেই স্বপ্ন পুরণ করেন,   প্রধান মন্ত্রী শেখ হাসিনা, সহযোগিতায়  পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। যার দিনরাত পরিশ্রমের মাধ্যমে  হাওর বাসীর স্বপ্ন রূপান্তরিত করছেন ভাটি বাংলার উন্নয়ন রুপকার, হাওর বন্ধু, তিনবারের সাংসদ, জননেতা,  জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের শ্রেষ্ঠ আবিস্কার

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। স্বপ্নের উড়াল সড়ক অনুমোদনের জন্য আলোচনা সভায় বক্তব্য রাখেন- জামালগঞ্জ উপজেলায়- আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে- সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা আসাদ আল আজাদ, মোবারক হোসেন, জামিল আহমেদ জুয়েল, আব্দুল লতিফ নাজেল, যুবলীগের সভাপতি আবুল খয়ের, যুবলীগ নেতা তোফায়েল আগমেদ মাসুম।

ধর্মপাশা উপজেলায় বক্তব্য রাখেন- ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এড. আব্দুল হাই সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মধ্যনগর উপজেলায় বক্তব্য রাখেন- আওয়ামীলীগ নেতা কুতুব উদ্দিন, মোবারক হোসেন, অমরেশ রায় চৌধুরী, যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বিদ্যৎ কান্তি সরকার, সহ সাধারণ সম্পাদক রনি খান সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।