• ৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই রজব, ১৪৪৭ হিজরি

ব্রিটেনে ফিরে আইনী লড়াই শুরু করতে চান আইএস বধূ শামীমা

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২২, ২০২১
ব্রিটেনে ফিরে আইনী লড়াই শুরু করতে চান আইএস বধূ শামীমা

বিবিএন ডেস্ক : ২২ বছর বয়সী শামীমা বেগম বলছেন তিনি ব্রিটেনে ফিরে যাওয়ার জন্য বিচারের মুখোমুখি হতে ইচ্ছুক। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে শামীমা বলেন, ‘আমি ব্রিটেনকে ঘৃণা করিনি, আমি সত্যিই আমার জীবনকে ঘৃণা করতাম’। ডেইলি মেইল
২০১৫ সালে বাল্যবধূ হিসাবে তরুণ ডাচ আইএস জঙ্গি বয়ফ্রেন্ডের সঙ্গে ১৫ বছর বয়সে পালিয়ে আসেন শামীমা। পরে তারা বিয়ে করেন। তবে শামীমা সন্ত্রাসবাদে অংশ নেওয়ার কথা অস্বীকার করে বলেন এধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার ব্রিটিশ পাসপোর্ট বাতিল করা হয়েছে। সিরিয়ার আল-রোজ শরণার্থী ক্যাম্পে রয়েছেন তিনি।
শামীমা বলেন, আমার ‘আশা ও স্বপ্ন’ আছে কিন্তু ব্রিটেনের নাগরিকত্ব ফিরে না পেলে আমার অন্য পরিকল্পনা নেই। এজন্যে আমাকে আদালতে লড়াইয়ের সুযোগ দেওয়া হচ্ছে না।